পটভূমি :
রাজশাহী জেলার বাগমারা উপজেলার উত্তর-পশ্চিমে অবস্থিত বাসুপাড়া ইউনিয়ন। ২৩.৩৩ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই ইউনিয়নের ২২ টি গ্রাম ও ৮০ টি পাড়া আছে। এই ইউনিয়নে প্রধান পেশা কৃষি। সম্রাট বাবরের ভারত বর্ষ দখলের পরে তার সেনাপতি সমগ্র ভারতবর্ষ কে দেখার এক পর্যায়ে এ অঞ্চলে আসেন এবং তিনি জানতে পারেন অত্র এলাকার মানসিংহপুর গ্রামে মানসিংহ নামে এক প্রভাবশালী ও গুণী লোক বাস করেন। তার সাথে তিনি আলোচনা করেন এবং তার কাছে জানতে পারেন পশ্চিম গ্রামে আরো একজন গুণী ও প্রভাবশালী লোক বাস করেন তার নাম বাসুদেব। কৌতুহল বশত: সেনাপতি উক্ত বাসুদেব এর সাথে সাক্ষাত করেন এবং সুজলা-সুফলা, সুন্দর গ্রামটি ঘুরে দেখেন। আলাপকালে তিনি জানতে পারে বাসুদেব এর স্ত্রীর নাম বাসুমতি। সেই নামানসারেই এই গ্রামের নাম রাখা হয় বাসুপাড়া। পুরাতন এই ঐতিহ্যকে ধরে রাখার জন্যই এই ইউনিয়নের নামও রাখা হয় বাসুপাড়া।
মোট পরিবার সংখ্যা : ৭২০৬টি
মোট জনসংখ্যা : ২৭১৬৬ জন( পুরুষ : ১৪০৩৮ জন, নারী : ১৩১২৮ জন)
মোট শিশুর সংখ্যা : ৬১৯৯ জন
আয়তন : ২৩.৩৩ বর্গ কিলোমিটার
প্রতিবন্ধীর সংখ্যা : ২৪৮ জন
প্রধান প্রধান প্রতিষ্ঠানের সংখ্যা :
প্রাথমিক বিদ্যালয় : ১৫টি
মাধ্যমিক বিদ্যালয় : ১০টি
মাদ্রাসা : ৫টি
মহাবিদ্যালয় : ০৪টি
মসজিদ : ২৭ টি
মন্দির :০৪ টি
স্বাস্থ্য কেন্দ্র : ০৪টি
ডাকঘর : ০৪টি
হিমাগার : ০১টি
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS