রাজশাহী জেলার বাগমারা উপজেলার ফকিরনি নদীর ধারে এবং উপজেলা সদরের পাশ্র্বে অবস্থিত। এইউনিয়ন নাম করণ করা হয় একটি শিয়ালের নাম করন থেকে। একদা একটি লোক একটি শেয়াল পায় । সে শেয়াল সেই লোক কুদ্দুস মিয়া পোষে এবং সে তার মত করে তাকে পোষে। সেই শিয়াল এর নাম রাখে বাসু। বাসু শেয়াল হলেও সে মানুষের সকল ভাবধারা বুঝতে পারে। যখন সে ডাকে জঙ্গল হতে সব শেয়াল এসে তার কাছে কলা থেয়া আবার জঙ্গলে চলে যায়। এ ধারনা নিত্যান্ত পাগল লোকের । সেই থেকে এ ইউনিয়নের নাম হয় বাসুপাড়া। কারণ শিয়ালের নাম বাসু। আর সব শেয়া বাস করে এবাসুপাড়ায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS